কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে ভরসা নেই বিমানের! প্রশ্ন তুললেন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: সুপ্রিমকোর্টের কৃষি আইন স্থগিতাদেশের পরেও কৃষকদের সমস্যা নিয়ে কৃষকদের সিদ্ধান্তের উপরই ভরসা রাখলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আজ পুরুলিয়ার কোটশিলায় জেলা বামফ্রন্টের ডাকা কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন “কৃষি আইন বলবৎ করার ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন লড়াইটি করছেন কৃষকরা, তাঁরা আগামী ১৫ তারিখ বসে আলোচনা করবেন। সেখানে তাঁরাই সঠিক সিদ্ধান্ত নিয়ে বলবেন। ততদিন অপেক্ষা করা উচিত।” 

এই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বর্ষীয়ান এই বাম নেতা প্রশ্ন তুলে বলেন, “সুপ্রিমকোর্ট কৃষি আইন স্থগিতাদেশ রাখার নির্দেশ দিয়েছে। তার মানে কি পরে কায়দা করে আবার চালু করার জন্য? তবে কৃষকরা যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব।” আজ পুরুলিয়ায় জেলা বামফ্রন্টের ডাকে কোট শিলায় কৃষক বিরোধী আইন বাতিল, কুইন্ট্যাল প্রতি ধানের দাম বৃদ্ধি, সকলের জন্য খাদ্য কাজ ও সুচিকিৎসা, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় হাসপাতাল মোড় থেকে আয়োজিত ওই মিছিল শুরু হয়, শেষ হয় স্থানীয় জিউদারু হাই স্কুল মাঠে। সেখানেই ফ্রন্ট চেয়ারম্যান ছাড়াও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নারায়ণ চট্টোপাধ্যায় ও জেলা বামফ্রন্টের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *