কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ অক্টোবর : দাসপুর থানার আজুরিয়া বারাসাত সড়কের পাঁচগেছিয়াতে রবিবারের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, রবিবার সকালে এক ব্যক্তি নিজের বাইকে করে গৌরা থেকে গোপীগঞ্জ যাওয়ার সময় পাঁচগেছিয়াতে একটি বাছুর হঠাৎ বাইকের সামনে চলে আসে, বাইক আরোহী সেই প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। তবে বেহাল রাস্তার কারণে ব্যাপক পরিমাণে আহত হয়েছে ওই বাইক আরোহী। ওই আরোহীর বাঁ পায়ের হাঁটুতে ব্যাপক পরিমাণে আঘাত লেগেছে।
আহত ওই ব্যক্তির সম্পূর্ণ পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বাড়ি দাসপুরের কলোরাতে। তবে দাসপুরের গৌরা মার্কেটিং সোসাইটিতে তিনি কাজ করেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে আহত ওই ব্যক্তিকে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার জন্য স্থানীয়দের অধিকাংশই রাস্তার এই বেহাল অবস্থাকেই দায়ী করেছেন।