জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: সোমবার সন্ধ্যায় কেশপুর আইটিআই কলেজের সামনে বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম সুকুমার দোলই (৩২)। সোমবার সন্ধ্যায় বাড়মহিষদা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি বাইকে করে যাওয়ার সময় কেশপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা বেপরোয়া একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা কেশপুর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কেশপুর হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসীদের অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও বহু গাড়ি এভাবে বেপরোয়া গতিতে যাতায়াত করায় প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় আমজনতাকে।