সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: রাজ্যজুড়ে বিজেপি নেতা কর্মীদের উপর চলা হামলা ও অত্যাচারের প্রতিবাদে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে কয়েক জাহার বাইক নিয়ে ধিক্কার মিছিল করল বিজেপি। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ার চৌংদা মোড়ে একটি পথসভার মধ্য দিয়ে শুরু হয় প্রতিরোধ যাত্রার সূচনা। এই মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মন্ডল সহ একাধিক নেতৃত্ব।
অভিযোগ, রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে শাসকদল, তারই প্রতিবাদে এই প্রতিরোধ যাত্রা বাইক মিছিল। হাবড়া চৌংদা মোড় থেকে শুরু করে কাশীপুরের এলাকায় এই প্রতিরোধ যাত্রা শেষ হবে। মদন মিত্র বুথ দখলকারীদের হাত-পা ভেঙ্গে দেওয়ার যে কথা বলেছিলেন সেই প্রসঙ্গে এদিন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিকদের বলেন, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মদন মিত্রকে শ্রী ঘরে থাকতে হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আবারও ওনাকে শ্রীঘরে থাকতে হবে। বিশ্বজিত দাসের দল ছাড়ার প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্বজিত দাস বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। তার মনে হয়েছিল তাই তিনি প্রকাশ করেছেন। আমার সঙ্গে তার কোনও বিবাদ নেই, আগামীতেও কোনও বিবাদ থাকবে না।