বনগাঁ দক্ষিণে বিজেপির বাইক র‍্যালি, পথসভায় ২০০ সংখ্যালঘুর বিজেপিতে যোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ ডিসেম্বর: “আর নয় অন্যায়” এই প্রকল্পে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনসংযোগ করল উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি। রবিবার সকলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রভাত ফেরি বের করে লিফলেট বিলি করা হয়। বেলা বাড়তেই বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতা স্বপন মজুমদারের নেতৃতে বাইক র‍্যালি করে। এরপর বিকেলে পাল্লা হরিষপুরে এক পথসভায় ২০০ জন সংখ্যালঘু বিজেপিতে যোগ দেয়।

বিজেপি নেতা স্বপনবাবু জানান, এদিন সকালে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চার পক্ষ থেকে পাল্লা সহ বিভিন্ন এলাকায় প্রভাত ফেরির মাধ্যমে লিফলেট বিলির মাধ্যমে জনসংযোগ করে। পরে প্রায় দুশো বাইক নিয়ে এদিন সকালে বাগদার গোবরাপুর খেলার মাঠ থেকে বাইক র‍্যালি করে সমগ্র বনগাঁ দক্ষিণ বিধানসভা প্রদক্ষিণ করে। এদিন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাল্লা হরিষপুরে এক পথ সভায় প্রায় ২০০ জন সংখ্যালঘু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়।

স্বপনবাবু বলেন, তৃণমূল সরকার আমফানের ত্রাণের টাকা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি করছে। এছাড়াও শাসক দলের কর্মীরা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকি সরকারি আধিকারিকদের শিক্ষাগত যোগ্যতার সম্মান না করে সরকারি আধিকারিকদের মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়ে তৃণমূলের ভোট প্রচার করাছে। এর প্রতিবাদ করে বাইক মিছিল করে জনসংযোগ করে বাগদা ও বনগাঁর বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *