রামনবমী সমারোহ সমিতির মেদিনীপুর নগর কমিটির উদ্যোগে বাইক মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: রাত পোহালেই রামনবমী। সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। বিশ্ব হিন্দু পরিষদের সহায়তায়
রামনবমী সমারোহ সমিতির মেদিনীপুর নগর কমিটির উদ্যোগে রামনবমী উৎসবকে সামনে রেখে আজ বিকেলে মেদিনীপুর শহরে একটি মোটর বাইক মিছিল করা হয়। মিছিলটি মেদিনীপুর শহরের জর্জকোর্ট ময়দান থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে পুনরায় জর্জকোর্ট ময়দানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয় প্রায় ৪০ হাজার বাইক আরোহী। মিছিলের নেতৃত্বে ছিলেন রামনবমী সমিতির পক্ষ থেকে অরূপ দাস, শুভজিৎ রায়, আশীর্বাদ ভৌমিক, তপন ভুঁইঞা, দেবাশীষ দাস, বুদ্ধদেব পলমল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

সমিতির পক্ষ থেকে দেবাশীষ দাস বলেন, আমারা ২০০৯ সাল থেকে রামনবমী সমিতির পক্ষ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দ্যেশে সমস্ত সনাতনী হিন্দু সম্প্রদায়কে নিয়ে বাইক মিছিলের আয়োজন করি। আজ সমস্ত সনাতনীরা নিজেদের উচ্ছ্বাসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই মিছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *