চন্দ্রকোনার ক্ষীরপাইতে তৃণমূলের বিজয়া সম্মেলন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর :
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে ২০০র বেশি আসন পেয়ে। চন্দ্রকোনা ১ ব্লক এর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী তে এই দাবি করেন ওই ব্লকের ব্লক সভাপতি সুজয় পাত্র। তিনি বলেন, সিপিএমের কিছু দলছুট কর্মী বিজেপি করছে এবং তারা এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। এই সন্ত্রাসের জবাব আগামী বিধানসভা নির্বাচনে মানুষ দেবে, কারণ সাধারণ মানুষ বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। আগামী দীপাবলি এবং ছট পূজার পর প্রতিটি বুথে দলের কর্মীদের মিটিং করবার নির্দেশ দেন ব্লক সভাপতি।

রামজীবনপুর পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী বলেন, যে সমস্ত কর্মীরা সাময়িকভাবে তৃণমূলের প্রতি অভিমান করেছেন, তাদের কাছে যেতে হবে এবং তাদের দলের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। করোনার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে ছিলেন। লকডাউন থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি কর্মী এলাকায় এলাকায় মানুষের সহায়তা করেছেন বলে নির্মলবাবু বরেন। এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন বিধায়ক ছায়া দোলই, চেয়ারম্যান নির্মল চৌধুরী, যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, ব্লক সভাপতি সুজয় পাত্র সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *