প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার বিহারের মহিলা

সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিহারের এক মহিলাকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। কোটশিলা থানার এক ব‍্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃত মহিলার নাম রুকসানা খাতুন। বাড়ি বিহারের ছাপরা জেলার ভগবান বাজার থানা এলাকায়।

উল্লেখ‍, কোটশিলা থানা এলাকার গুরুদাস কুমার গত আগষ্ট মাসে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, এক মহিলা ফোনের মাধ‍্যমে তাকে জানায় স্বল্প সুদে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ নেওয়ার জন‍্য। ওই মহিলা একটা অ্যাকাউন্টে প্রথমে পঞ্চাশ হাজার টাকা জমা করতে বলে। এইভাবে ধাপে ধাপে তার কাছ থেকে দুটি অ্যাকাউন্টে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা জমা করেও লোন না পেয়ে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন গুরুদাস কুমার।

সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজাক্ষ মল্লিক জানান, অভিযোগের ভিত্তিতে থানার তদন্তকারী অফিসার অঞ্জন কুমার বিশ্বাস একাধিকবার বিহারের ভগবানপুর বাজার থানা এলাকায় যান। সেখানে জানতে পারেন যে ওই মহিলা পুরুলিয়া শহরে মাঝে মধ‍্যেই আসা যাওয়া করেন। শেষ পর্যন্ত ফাঁদ পেতে গত কাল বিকেল নাগাদ পুরুলিয়া শহরের আত্মীয়র বাড়ি থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *