সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ৫ ডিসেম্বর: পুলিশের এনকাউন্টার থেকে বেঁচে বিহার থেকে কলকাতায় পালিয়ে এসে আত্মগোপন করেছিল কুখ্যাত মাওবাদী জঙ্গি সুনীল। একদম সাধারণ মুটের ছদ্মবেশে আরো ১০ জনের সঙ্গে মিশে রোজগার চালিয়ে যাচ্ছিল সে। তবে ভেতরে ভেতরে সে যোগাযোগ রাখত পুরনো সঙ্গী সাথীদের সঙ্গে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর বন্দর স্ট্রান্ড ব্যাংক রোড থেকে তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নিঃসন্দেহে কলকাতা পুলিশের বড় সাফল্য বলে দাবি গোয়েন্দাদের।
বিহারের জঙ্গলের অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য এই সুনীল কুমার মণ্ডল। তার বিরুদ্ধে খুন, রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক ধারা ছাড়াও জঙ্গিদের জন্য নির্দিষ্ট ইউপিএ ধারায় মামলা রয়েছে। বিহারের লক্ষ্মীসরাই এলাকার পুলিশ তাকে খুঁজছিল।
মাস ছয়েক আগে বিহারের জঙ্গলে পুলিসের সঙ্গে এনকাউন্টার হয় মাওবাদীদের। সেই এনকাউন্টারের সময় বেশ কয়েকজন পুলিসকর্মী জখম হন। তারপরই ওই এলাকা থেকে পালিয়ে যায় সুনীল। বিহার থেকে পালিয়ে সোজা কলকাতায় চলে আসে সে।
কলকাতায় এসে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। গত ৫ মাস ধরে এখানেই ডেরা বেঁধেছিল কুখ্যাত মাওবাদী জঙ্গি সুনীল কুমার মণ্ডল। মুটের ছদ্মবেশে এখানে আত্মগোপন করেছিল সে।
কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সন্দেহ হয়। পুলিশ জানতে পারে, এখানের কোন মুটে বিহারে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে। ছবি পেয়ে তা জানানো হয় বিহার পুলিশকে। এরপর বিহার পুলিশ বিষয়টি নিশ্চিত করলে বুধবার রাতে সুনীলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবারই তাকে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে যায় বিহার পুলিশ।