অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ মে: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে শুরু করেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার সাথে টানা বৃষ্টি। বৃহস্পতিবার দেখা গেল চাষের জমিতে জমেছে জল। ব্যাপক ক্ষতির মুখে ঝাড়গ্রাম জেলার চাষিরা।
একদিকে করোনা আতঙ্ক অপর দিকে ঘূর্ণিঝড় হওয়ার কারণে চাষিরা জমির ফসল বাড়িতে তুলতে পারেনি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, নয়াগ্রাম ব্লক সহ একাধিক ব্লকের চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় জমির ফসল মাটিতে মিশে গেছে। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের মাথায়। ধান, মুগ, বিউলি থেকে শুরু করে বেগুন, কুমড়ো সব ধরনের ফসলই নষ্ট হয়েছে মাঠে।