স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: বড় সাফল্য শান্তিপুর পুলিশের। এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পায়, শান্তিপুর থানার বাগ আঁচড়া এলাকায় পাচার হয়ে আসা বিপুল পরিমাণ হেরোইন মজুত করা হয়েছে। আর এর পরই রাতভর তল্লাশি অভিযান চালিয়ে বুধবার ভোরে বাগ আচড়া ঢাকা পাড়া থেকে ৬০০ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করেছে শান্তিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ঘটনায় যুক্ত সন্দেহে গোপাল মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। কে বা কারা ওই হেরোইন মজুত করেছিল ও কোথায় কোথায় তা সরবরাহ করার কথা ছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।