Devdutta Maji, Singha Bahini, দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সিংহবাহিনীর বড় সাফল্য! লাভ জেহাদের ফাঁদ পড়া রাজ্যের হিন্দু নাবালিকা উদ্ধার কেরল থেকে, গ্রেপ্তার অভিযুক্ত

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: একের পর এক ঘরওয়াপসির কাজ করার মধ্যে আরও একটি বড়সড় সাফল্য পেল বিজেপি নেতা দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সিংহবাহিনী। লাভ জেহাদের ফাঁদ থেকে এক নাবিবালিকাকে উদ্ধার করতে পেরেছে সিংহবাহিনী বলে দাবি করেছেন দেবদত্ত মাজি। কিভাবে মেয়েদের লাভ জেহাদের ফাঁদে ফাঁসানো হয় তার একাধিক অভিজ্ঞতার কথাও তিনি লিখেছেন নিজের ফেসবুক পেজে।

দেবদত্ত মাজি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, সিংহবাহিনীর আরো একটি বড় সাফল্য এসেছে সম্প্রতি। তিনি জানান, একটি নাবালিকা মেয়েকে কেরল থেকে সিংহবাহিনীর বহু প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেটির বাড়ি অসমে। সে আমাদের রাজ্যে এক নাবালিকাকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে কেরলে চলে গিয়েছিল, (মেয়েটি নাবালিকা হওয়ার কারণে তার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়নি)। অসমের ওই অভিযুক্ত যুবকের নাম সাইদুল ইসলাম। তাকে পক্স আইনে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার কথা জানিয়ে দেবদত্ত মাজি রাজ্যে মেয়েদের লাভ জেহাদের ফাঁদে পড়া থেকে সাবধান করেছেন। কিভাবে নানা অছিলায় প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়ে তথা মহিলাদের জীবন নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে তাও তিনি তুলে ধরে ধরেছেন। নানা ধরনের প্রশংসার টোপ দিয়ে মন ভুলিয়ে মেয়েদের লাভ জেহাদের ফাঁদে ফেলা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *