পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ সেপ্টেম্বর: চন্দন কাঠ পাচার রোধে বড়সড় সাফল্য বালুরঘাট থানার পুলিশের। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, কলকাতা থেকে ট্রান্সপোর্টে বালুরঘাটের একটি এন্টারপ্রাইজের নামে পাঠানো হয়েছিল চন্দন কাঠগুলি। দুটি বস্তায় ছোটো ছোটো করে রাখা ছিল কাটা চন্দন কাঠগুলি। যার ওজন প্রায় ৫৬ কেজি। তবে উদ্ধার হওয়া ওই চন্দন কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিন এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ডিএসপি সদর সোমনাথ ঝাঁ। ঘটনার পরেই তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল কাঠগুলি।
ডিএসপি সোমনাথ ঝাঁ জানিয়েছেন, ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমেই এসেছিল চন্দন কাঠগুলি। এদিন একটি গোপন খবর পেয়ে প্রায় ৫৬ কেজি ওজনের লাল চন্দন উদ্ধার করে পুলিশ।

