বড় পদক্ষেপ বাগটুই কান্ডে! ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কেন্দ্রের, রামপুরহাটে আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল

আমাদের ভারত, ২২ মার্চ:তৃণমূল কংগ্রেসের উপপ্রধান খুন হয়েছে, আর তার কয়েক ঘন্টার মধ্যেই বীরভূমের রামপুরহাটের বাগটুই গ্রামে উদ্ধার হয়েছে একের পর এক দগ্ধ মৃতদেহ। ঘরের মধ্যে আগুনে ঝলসে হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানা গেছে। ঘটনা সম্পর্কে জানার পরেই রাজ্যের শাসকদলের দিকে আঙ্গুল তুলেছে বিরোধীরা। এবার রামপুরহাটের এই ঘটনায় হস্তক্ষেপ করার জন্য পদক্ষেপ করল কেন্দ্রও।

রামপুরহাটের ওই গ্রামে ঠিক কী ঘটেছিল? কিভাবে আগুন লেগেছিল? এসব প্রশ্নের উত্তর পেতে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বাংলার বিজেপি সাংসদরা। আর তারপরই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল আসবে বলেও আশ্বাস দিয়েছেন শাহ।

আজ অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। তারা রামপুরহাট হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। সুকান্ত মজুমদার জানান খবর পেয়ে তৎপর হয়েছেন অমিত শাহ। তার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘটনার রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যুগ্ম-সচিব স্তরের আধিকারিকরা বাংলায় আসবেন বলে জানা গেছে।কেন্দ্রের প্রতিনিধিদল রামপুরহাটের ঘটনাস্থল ঘুরে দেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট জানাবে আর সেই প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ।

অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বুধবারই বীরভূমে যাচ্ছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির বিধায়কদের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *