Joe Biden, Corona, বড় ধাক্কা! সামনেই নির্বাচন, তার আগে করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আমাদের ভারত, ১৮ জুলাই: নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছেন জো বাইডেন ভোটে লড়বেন তো? কারণ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। বুধবার নির্বাচনী প্রচারে যাওয়ার সময় জো বাইডেনের শরীরে করোনা ধরা পড়ে।

জানা যায়, বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে তিনি ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন। বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাঁকে টিকা দেওয়া হয়েছে। ডেলাওয়ারে নিজের ঘরে তিনি একা থাকবেন। তবে তিনি সব দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট, করোনা তাকে নির্বাচনের ময়দান থেকে বিন্দুমাত্র পিছু হঠতে বাধ্য করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *