বড়সড় ডাকাতির ছক বানচাল, গভীর রাতে গাইঘাটায় ধৃত ৬ দুষ্কৃতী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ সেপ্টেম্বর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল গাইঘাটা থানার পুলিশ। গ্রেফতার করা হল ছয় দুষ্কৃতীকে। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া হীরালাল মোড়ে থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। আটক করা হয় একটি মারতী ভ্যান। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, অনিক সাহা, রাহুল বিশ্বাস, অর্ক ঘোষ, মনোজ গোস্বামী, ছোট সরদার ও শৈলেন বিশ্বাস। তারা বনগাঁ ও বাগদার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক গাইঘাটার চাঁদপাড়া হীরালাল মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি তাঁরা। এর পর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় ৮-১০। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়।

পুলিশ গ্রেফতার করে ছ’ জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গাইঘাটা, হাবড়া, মসলন্দপুর এলাকার মধ্যে ডাকাতি করার ছক ছিল তাঁদের। ধৃত ছ’জনকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *