সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ নভেম্বর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল বাগদা থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করল। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা বাগদা থানার পারমদনের ঝুপার মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পল্লব মজুমদার, সুব্রত মন্ডল, তন্ময় মন্ডল, সুজিত তরফদার, সাইফুল শেখ ও সুদীপ বিশ্বাস। এরা বাগদা থানার পারমদন, মন্ডটা ও আষাঢ় এলাকার বাসিন্দা। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর ভোজলি, চপার, ছুরি, তালা ভাঙার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক বাগদা থানার পারমদন এলাকার ঝুপার মাঠের চত্বরে কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। এরপর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছয় ১০-১২-য়। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে ছয় জনকে। বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র সহ প্রচুর ধারালো অস্ত্রশস্ত্র।
এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, “বাগদা থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাদের মঙ্গলবার বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

