Smartphone বড় খবর! সিম ওয়াইফাই ছাড়াই স্মার্ট ফোনে চলবে ভিডিও, বড় পরিকল্পনা মোদী সরকারের

আমাদের ভারত ১৭ জানুয়ারি:
সিম কার্ড লাগবে না, লাগবে না ইন্টারনেটের সংযোগ। ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট ছাড়াই ভিডিও চলবে মোবাইলে। হ্যাঁ! অবাক লাগলেও অদূর ভবিষ্যতে এটাই বাস্তব। কারণ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং এর পরিকল্পনা করছে মোদী সরকার। এক সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, খুব শীঘ্রই দেশের ১৯ টি শহরের ডিরেক্ট টু মোবাইল বা ডি টু এম প্রযুক্তির ট্রায়াল হবে।

এই নয়া প্রযুক্তির জন্য ৭৭০ থেকে ৫৮২মেগা হার্জড্স স্পেকট্রাম সংরক্ষণ করা হতে পারে। তিনি জানিয়েছেন, যারা ভিডিও দেখেন, তাদের ২৫ থেকে ৩০ শতাংশ যদি দ্বিতীয় প্রযুক্তি ব্যবহার করে ভিডিও দেখা শুরু করেন, সে ক্ষেত্রে ৫জি নেটওয়ার্কের চাপ কমবে। এর ফলে ভারতের ডিজিটাল বিবর্তন ত্বরান্বিত হবে। একই সঙ্গে সকলের নাগালের মধ্যে চলে আসবে ভিডিও কনটেন্টগুলি।

গত বছর পাইলট প্রকল্প হিসেবে বেঙ্গালুরু, নয়াদিল্লির কর্তব্য পথ এবং নয়ডায় ডি টু এম প্রযুক্তি পরীক্ষা করা হয়েছিল। সচিব আরো দাবি করেছেন, সারা দেশে প্রায় ৮ থেকে ৯ কোটি পরিবারের বাড়িতে টিভি নেই। দেশের ২৮ কোটি পরিবারের মধ্যে মাত্র ১৯ কোটির মত পরিবারে টিভি আছে। ডি টুএম প্রযুক্তি এই বাড়িগুলিতে ভিডিও কনটেন্ট পৌঁছে দেবে। দেশে ৮০ কোটি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, এই সকল স্মার্টফোন ইউজাররা যে যে কনটেন্ট ব্যবহার করেন তার ৬৯ শতাংশই ভিডিও। আর তা দেখতে গিয়ে অত্যধিক চাপ পড়ে মোবাইল নেটওয়ার্কগুলির উপর। নেটওয়ার্কগুলি আটকে যায়, যার ফলে কনটেন্ট বাফারিং হয়। ভিডিও আটকে গিয়ে মাঝখানে একটি গোল চিহ্ন ঘুরতে থাকে। এই সমস্যা দূর করবে ডি টু এম প্রযুক্তি বলে মনে করা হচ্ছে।

ডিটুএম প্রচার প্রযুক্তির মাধ্যমে ভিডিও, অডিও ডেটা সিগন্যাল সরাসরি মোবাইল এবং স্মার্ট ডিভাইসগুলিতে পাঠায়। এই প্রযুক্তিতে ১০০ কোটিরও বেশি মোবাইল ডিভাইসে সিগন্যাল সম্প্রচার করা যাবে। সেই সঙ্গে ডেটা ট্রান্সমিশন বা তথ্য পাঠানোর খরচ অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে দেশব্যাপী জরুরি সতর্কতাও পাঠানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *