আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ জুলাই: এবারের মরশুমে দিঘায় প্রথম ইলিশ ধরা পড়ল মৎসজীবীদের জালে। প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ আজ দিঘা মোহনার বাজারে আমদানি হয়েছে। ইলিশ দেখতে ও কিনতে ভিড় জমিয়েছেন ব্যবসায়ী সহ স্থানীয় মানুষ ও পর্যটক। এবারের ইলিশের সাইজ ও ওজন যথেষ্ট ভালো। যা সুস্বাদু হবে বলে মনে করছে মৎস্যজীবীরা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকা। ৭০০ থেকে এক কেজি ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ১০০০ টাকা।

৭ থেকে ১০ দিন ট্রলারগুলি মাছ ধরতে বেরিয়েছিল সমুদ্রে। মাঝ সমুদ্রে ইলশে গুড়ি বৃষ্টি ও ইলিশের অনুকূল আবহাওয়ায় ইলিশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দিঘায় এসে ঠেকেছে। আরো ট্রলার সমুদ্রে আছে সেগুলোও ফিরছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন বাজারে আমদানি হয়ে যাবে দিঘার সুস্বাদু রূপোলি ইলিশ। দীর্ঘ অপেক্ষার পর বাঙালীর রসনাকে তৃপ্তি দিতে দিঘার সুস্বাদু ইলিশ এবার পাতে উঠতে চলেছে। যা বিগত তিন বছর ধরে তেমন ভাবে দেখা মিলছিল না। বর্ষার মরসুমে দেখা দিল এবার দিঘার ইলিশ।


