আমাদের ভারত, ২৭ অক্টোবর: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষাদান এবং পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। কেবল মুখস্ত করে পরীক্ষায় পাস করার দিন শেষ। নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় সিবিএসসি খুব তাড়াতাড়ি একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করবে। যেখানে শিক্ষার্থীদের যে কোনো বিষয় সম্পর্কে ধারণা এবং বাস্তব জীবনে তারা কিভাবে সে জ্ঞান প্রয়োগ করতে পারবে সেটা শেখাবে।
সিবিএসসি’র নতুন পরিকল্পনার মধ্যে পরীক্ষাকে শিক্ষার একটি প্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচনা করা হবে। তবে নতুন জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে যে, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা উচিত। এই নতুন প্ল্যাটফর্মটি তৃতীয়, চতুর্থ ও অষ্টম শ্রেণির সকল শিক্ষার্থীর জন্য একটি অন্যরকম মূল্যায়ণ প্রদান করবে। অনলাইন প্লাটফর্মটি স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যানালেসিস (SAFAL) নামে পরিচিতি হবে। প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য শিশুদের প্রাথমিক জ্ঞান, চিন্তা- ভাবনা ও দক্ষতার মূল্যায়ন করা। পড়াশোনার মধ্যে যেখানে শিশুদের আরো মনোযোগ প্রয়োজন হবে সেই সব জায়গাগুলিকে চিহ্নিত করতে সাহায্য করবে এটি।
জাতীয় শিক্ষানীতি ২০২০ স্পষ্ট ভাবে বলেছে, এই প্ল্যাটফর্মের পরীক্ষা ব্যবস্থা শুধু মাত্র শিশুদের মুখস্ত করার ক্ষমতা পরীক্ষা করবে না, বরং তারা যাতে শুধুমাত্র মুখস্ত না করে বিষয়টি বুঝে পড়াশোনা করে সেটার অগ্রগতিতে সহায়তা করবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে। এর মধ্যেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য একটি দক্ষতাভিত্তিক মূল্যায়ণ কাঠামো চালু করেছে বোর্ড। এই কাঠামো বিজ্ঞান, গণিত এবং ইংরেজির মতো মূল বিষয়গুলির ওপর বেশি জোর দেয়।
এই প্ল্যাটফর্ম মূলত শিশুদের মূল ধারণা ও জ্ঞানের সঠিক ব্যবহার এবং তীক্ষ্ণ চিন্তাভাবনা পরীক্ষা করবে। এর ফলে যে কোনো বিষয়ে শিক্ষার্থীদের কোনো দুর্বলতা থাকলে সেটি স্কুল জানতে পারবে।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সফটওয়্যার শিশুদের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং তাদের সঠিক ক্যারিয়ারের পথ বেছে নিতে সাহায্য করবে।

