আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৩ ডিসেম্বর: বিড়ির আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মধুসূদন মাঝি (৭০)। তাঁর বাড়ি বর্ধমান থানার আমাড় এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ৩০ নভেম্বর সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর বিছানায় শুতে যাওয়ার সময় বিছানাতে বসেই তিনি বিড়ি ধরিয়েছিলেন। সেই বিড়ির আগুন অসাবধানবশতঃ তার গায়ে থাকা শীতের পোশাকে ধরে যায়। সেই আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। ৩০ নভেম্বর সকালে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানে তার মৃত্যু হয়।