জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন উপলক্ষ্যে শুক্রবার মেদিনীপুরের ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর মহঃ সাইফুলের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ২০০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিক্ষক আশিস মাঝি, সমাজসেবী রাজেশ হোসেন সহ অন্যান্যরা।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়েও বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি নেওয়া হয়। এখানে পঞ্চাশ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সমীর রায় ও প্রবীণ নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়। তারা একটি অনুষ্ঠানে বিধান চন্দ্র রায়ের জীবনী আলোচনা করেন। দুটি শিবিরেই রক্তদাতাদের পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়।

