শান্তিপুর হাসপাতালের মধ্যে রাখা যাবে না সাইকেল মোটরসাইকেল, দুশ্চিন্তায় রোগীর পরিবারের সদস্যরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মে: সাইকেল গ্যারেজ হিসাবে উল্লেখ না থাকলেও, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মধ্যে সাইকেল, মোটর সাইকেল দীর্ঘদিন ধরে রাখার অভ্যাস তৈরি হয়েছে চিকিৎসা করতে আসা রোগী এবং তাদের পরিবারের সদস্যদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার এক নির্দেশ জারি করে যে একমাত্র অসুস্থ রোগীদের নিয়ে মোটরসাইকেল, চারচাকা গাড়ি ভেতরে প্রকাশ করতে পারবে। তবে ভেতরে কোন গাড়ি পার্কিং করা যাবে না। দুচাকা, হোক বা চার চাকা রোগী নামিয়ে গাড়ি হাসপাতালের বাইরে গ্যারেজে বা অন্যত্র কোথাও রাখতে হবে।

এই ঘোষণায় অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে সাইকেল রাখার জন্য ব্যয় করতে হচ্ছে পাঁচ দশ টাকা। হাসপাতালের প্রধান গেটের বাইরে বিভিন্ন ছোট ছোট দোকান থাকলেও গ্যারেজের সংখ্যা খুবই কম, ফলে অল্প সময়ের মধ্যেই তাদের রাখার জায়গা ফুরাচ্ছে, বাধ্য হয়েই অনেকে রাস্তার উপরে কেউ–বা হাসপাতাল গেটের সামনে রেখে চলে যাচ্ছেন সাইকেল, মোটরসাইকেল। আর এর ফলেই আগামীতে তীব্র যানজটের সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। হাসপাতালের সিকিউরিটি লাবু বিশ্বাস বলেন, মাঝে বেশ কিছু সাইকেল চুরি হয়েছে হাসপাতালে ভেতর থেকে। তার দায় আমাদের উপর দেওয়া হয়েছে, অথচ আমরা তাদের সাইকেল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পাইনি।

হাসপাতাল সুপারিন্টেনডেন্ট ডক্টর তারক বর্মন বলেন, হাসপাতালের প্রধান গেট দিয়ে গুরুতর অসুস্থদের নিয়ে আসা যানবাহন এবং এম্বুলেন্স ঢুকতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। এমার্জেন্সি গেটের সামনেও একই অবস্থা। তাই হাসপাতালের মূল ভবনের মধ্যে যানবাহন না রাখার নির্দেশ জারি করা হয়েছে, তবে রোগীর পরিবারদের অসুবিধার কথা ভেবে পৌর প্রধান, বিধায়ক এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সুরাহার ব্যবস্থা করা হবে। প্রধান ঢোকার জায়গা বাদ দিয়ে আপাতত হাসপাতালের পেছনের অংশে যানবাহন রাখা যেতে পারে তবে তার দায়িত্ব কখনোই কর্তৃপক্ষ নেবে না। যানবাহন সংক্রান্ত দেখভাল করতে গিয়ে ব্যাহত হচ্ছে মূল চিকিৎসা পরিষেবা। তবে কোনওদিনই শান্তিপুর হাসপাতালে নির্ধারিত গ্যারেজ ছিল না, এটা অভ্যাসে পরিণত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *