Bicycle procession, Esat Midnapur, ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে অঙ্গীকার যাত্রার সমর্থনে সাইকেল মিছিল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ ডিসেম্বর: রাজ্যজুড়ে ক্রমবর্দ্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বিশিষ্ট মহিলাদের আহ্বানে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে (ঝাড়গ্রাম, পুরুলিয়া, কোচবিহার, কাকদ্বীপ) অঙ্গীকার অভিযাত্রীরা ১৬ ডিসেম্বর “নির্ভয়া দিবসে” কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে উপস্থিত হবেন। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অভিযাত্রীরা আগামী ১৩ ডিসেম্বর ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলার মাতঙ্গিনী মূর্তির সামনে উপস্থিত হয়ে শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ হয়ে মেচেদার বিদ্যাসাগর মূর্তির সামনে চারটে ত্রিশ মিনিটে এসে পৌঁছাবে।

এই অঙ্গীকার যাত্রার সমর্থনে আজ শতাধিক ছাত্র, যুবক, স্বাস্থ্য কর্মী, শিক্ষক নোনাকুড়ির বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে রামতারক-বুড়ারী হয়ে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হন। অন্যদিকে অঙ্গীকার যাত্রার ঐ কর্মসূচির সমর্থনে কোলাঘাটের ঝোকুড়কুলে মহিলাদের এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডা: শ্রাবন্তী মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *