অমরজিত দে, ঝাড়গ্রাম, ১০ ফেব্রুয়ারি: পৃথিবীতে শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলকেই আশ্রয় করলেন ওড়িশার ভুবনেশ্বরের এক যুবক। সাইকেল চালিয়ে ভুবনেশ্বর থেকে কলকাতার কালিঘাট পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়েছেন ওই যুবক।
যুবকের নাম মানব বাগারিয়া, বয়স ২৫ বছর। মানব বাগারিয়া চলতি মাসের ৩ তারিখ থেকে ভুবনেশ্বর থেকে সাইকেলে যাত্রা শুরু করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে কলকাতার কালিঘাটে সাইকেল যাত্রার শেষ করার কথা। সেই মতো তিনি যাত্রাপথে বিভিন্ন জনবহুল জায়গা কিংবা ধর্মস্থানে বিশ্ব শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সেই মতো বুধবার শ্রীপাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরে এসে পৌঁছান মানব বাগারিয়া। এদিন তিনি সাক্ষাৎ করেন গোপীবল্লভপুরের মহন্ত শ্রীশ্রী কৃষ্ণকেশবানন্দ দেব গোস্বামীর সঙ্গে। সেখানে তিনি তাঁর উদ্যেশ্য কথা জানান।এদিন রাধাগোবিন্দ জীউ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আপ্যায়ন এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরে তিনি দুপুর দুটো নাগাদ আবার সাইকেল নিয়ে কলকাতার পথ ধরেন।