বাঁধ নির্মাণের দাবি তুলে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল গ্রামবাসীদের নিয়ে গঠিত ভূমিরক্ষা কমিটি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারি: নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে কৃষি জমি, বিপাকে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ি (দুই) গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম। আশ্বাস দেওয়ার পরেও এখনো হয়নি নদীর বাঁধ। বৃহস্পতিবার বাঁধ নির্মাণের দাবি তুলে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হল এলাকায় গ্রামবাসীদের গঠিত ভূমিরক্ষা কমিটি।

এলাকায় প্রায় সাড়ে চারশো পরিবারের বসবাস। পঞ্চায়েত ভোটের আগে বাঁধ নির্মাণ না হলে ভোট বয়কট করে বৃহত্তম আন্দোলনে নামার হুমকি দিলেন গ্রামবাসীরা। তাদের দাবি, মাগুরমাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম, ময়নাতলি, জাকইকনা তিনটি গ্রাম বাঁধ না থাকায় কয়েক বছরের মধ্যে গ্রামের প্রায় চার’শো একর রেকড কৃষিজমি নদী গর্ভে চলে গিয়েছে। গ্রামবাসীদের কৃষিজমি নদী গর্ভে চলে যাওয়ায় খুবই সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা। এভাবে চলতে থাকলে সামনের বর্ষায় ঘরবাড়ি নদী গর্ভে চলে যাবে। এলাকায় সেচ মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের কর্তারা এলাকা পরিদর্শন করে প্রায় আড়াই কিমি বাঁধ নির্মাণ করার আশ্বাস দিয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত বাঁধ নির্মাণের কাজ স্থায়ীভাবে করা হোক বোল্ডার দিয়ে। এ দিন বাঁধ নির্মাণের দাবি তুলে জেলাশাসককে দাবিপত্র তুলে দেওয়া হল বলে জানালেন কমিটির সম্পাদক সুমিত অধিকারী।

অন্যদিকে গ্রামবাসী মমিনুর ইসলাম বলেন, “প্রায় আড়াই কিমি বাঁধের দরকার। যেভাবে ভাঙ্গন হচ্ছে এরপর বসতবাড়ি নদী গর্ভে চলে যাবে। বাঁধ নির্মাণ করা না হলে আগামীতে ভোট বয়কট করে আন্দোলন চলবে।”

এদিকে জেলা প্রশাসনের দাবি, গ্রামবাসীর দাবি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *