আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ আগস্ট: অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর প্রসাদ বিতরণ করা হল তারাপীঠে। শনিবার সকালে তারাপীঠ শ্মশান এবং পূর্ব সাগর মোড়ে প্রসাদ বিতরণ করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি নেতৃত্ব।
৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিল্যানাস ও ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পুজোর প্রসাদ ছড়িয়ে দেওয়া হয় দেশের সর্বত্র। এরআগে অযোধ্যায় রামশিলা পুজোর সময় তারাপীঠ থেকে ইট পুজো করে পাঠানো হয়েছিল। এবার অযোধ্যায় ভূমি পুজোর আগে ২৮ জুলাই তারাপীঠ মন্দিরে যজ্ঞ করা হয়। সেই যজ্ঞের ভস্ম, শ্মশানের মাটি এবং দ্বারকা নদীর জল পাঠানো হয় অযোধ্যায়। তাই এবার অযোধ্যায় ভূমি পুজোর প্রসাদ বিতরণ করা হল এখানে।
বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলা সভাপতি প্রভাত কুমার ঘোষ বলেন, “সারা দেশের সঙ্গে তারাপীঠেও অযোধ্যার প্রসাদ বিতরণ করা হল। এই প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে সমস্ত রোগ, শোক, বাধা বিঘ্ন দূর হোক এই কামনা করছি”। তারাপীঠ মন্দিরের সেবাইত পুলক চট্টোপাধ্যায় বলেন, “অযোধ্যায় শিলা পুজনের সময় তারাপীঠ মন্দির থেকে ইট পুজো করে পাঠানো হয়েছিল। রাম মন্দির শিল্যানাসের আগেও এই তারাপীঠ মন্দিরে যজ্ঞ করে তার ভস্ম, মৃত্তিকা ও দ্বারকা নদীর জল পাঠানো হয়েছিল। তাই প্রসাদ বিতরণ করা হল শ্মশানের সাধুসন্ত এবং সাধারণ মানুষের মধ্যে”।