আমাদের ভারত, ১৪ ডিসেম্বর: শনিবার রাতে গোলাম হোসেন মোল্লা নামে এক যুবককে হাসনাবাদ থেকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে চাইছে, পথের কাঁটা সরাতেই কি ন্যাজাটে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল ঘাতক ট্রাক?
ঘটনার পরের মুহূর্তেই সরবেড়িয়া বাজার থেকে কেন বাঁক নিয়েছিল নীল রঙের ইকো গাড়ি? ঘাতক লরির চলকের আসনে ছিলেন কে? নজরুল মোল্লা, নাকি অন্য কারও বাইকে পালিয়েছিলেন ঘাতক লরির চালক ও খালাসি? সেই নিয়ে এখনও কাটেনি ধন্দ।
এখনও পর্যন্ত যে ৩ জন ধরা পড়েছে, তাদের কারও নাম এফআইআর-এ নেই। পুলিশ সূত্রে দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা জেরায় জানিয়েছেন, তিনি ঘাতক ট্রাকের খালাসি। কিন্তু প্রত্যদর্শী ও ভোলানাথ ঘোষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ঘাতক লরিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না।
তাহলে কি লরিটি চালাচ্ছিলেন ধৃত গোলাম হোসেন মোল্লা? এখানেও তৈরি হয়েছে নতুন ধন্দ। যদিও ভোলানাথ ঘোষের দাবি, ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা। কিন্তু যাঁদের নাম এফআইআর-এ উল্লেখ করা হয়েছিল, তাঁরা গেলেন কোথায়? এ নিয়ে উঠছে প্রশ্ন।

