আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: শুরু হল আসদা সার্বজনীন ভীম মেলা। বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মদিন পালন ও তার স্মৃতিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করে এই মেলার শুভ উদ্বোধন ও সূচনা হয়। ৫৬ বছরে পদার্পণ করল এই মেলা। চার দিনের এই মেলার সাথে সাথে এই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এদিন এলাকার প্রায় ১০০ জন দুঃস্থ মানুষদের মশারি ও বস্ত্র বিতরণ করে।
চারদিনের এই মেলায় রয়েছে যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামের মানুষজন এই মেলা উৎসাহের সঙ্গে উপভোগ করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: অংশুমান মিশ্র, ডা: সমীর পাল, পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা দাস অধিকারী, রামহরি সাউ, আমডিহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ বারিক ও ভীম মেলা পরিচালন কমিটি।