আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি: জলপাইগুড়ি পৌর ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা আসর বসল শনিবার৷ এ দিন পুরসভার প্রয়াস হল ঘরে প্রতিযোগিতায় পুর এলাকায় শিল্পীরা অংশ গ্রহণ করে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিযোগিতায় হচ্ছে রাজ্যের প্রত্যেক ব্লকে ও পুরসভা এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দফতরের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার পরিচালনায় ৩৪তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা হল। এদিনের প্রতিযোগিতায় চটকা ও দরিয়া দুটি বিষয়ে প্রায় ৪০ জন শিল্পী অংশ গ্রহণ করে। উপস্থিত পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন- কাউন্সিল স্বরূপ মন্ডল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার অরিন্দম বিশ্বাস , কাউন্সিলর দিলিপ বর্মা এছাড়া পুরসভার ওএস তাপস দত্ত। বিচারকের আসনে ছিলেন শিল্পী দুর্গা রায় ও রুমা রায়। চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “এই প্রতিযোগিতা থেকে প্রথম ও দ্বিতীয়স্থান অধিকারী রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’