জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে বলে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর শহর লাগোয়া জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে আবার কি শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করা হবে?” সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু তো একবার হারিয়েছে আর কত বার লড়বে, এবার অন্য কেউ হারাবে। একই লোক বার বার হারাবে কেন।
তৃণমূলের তিনটি আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ও তো আগে থেকেই ঠিক ছিল, ওদের আর কি করার আছে। প্রার্থী ঠিক করেই গেছেন নির্বাচন কমিশনের কাছে। শুভেন্দুকে সিআইডি তলব প্রসঙ্গে তিনি বলেন, এসব চলতে থাকবে, ওটা চিন্তার বিষয় নয়। অভিষেক প্রসঙ্গ এড়িয়ে বলেন, কাউকে নিয়ে কিছু বলার নেই।

