আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ জুন: ফের বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডের মোমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজিতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বৃহস্পতি বার সকালে বোমার বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙ্গে।
জানা গেছে, বৃহস্পতিবার সাতসকালে আটচালা বাগানের এবি রোডে আলাউদ্দিন আনসারীর বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। বোমার ঘায়ে কেউ হতাহত না হলেও, বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এদিনের বোমাবাজির সময় ওই বাড়িতে চারটে শিশুসহ সপরিবারে আলাউদ্দিন আনসারী ছিলেন। সাতসকালে দুষ্কৃতীদের এই বোমাবাজির ঘটনায় কার্যত আতঙ্কিত আলাউদ্দিনের পরিবার। এই বোমা বিস্ফোরণে পর এলাকায় ছড়িয়েছে পড়ে ব্যাপক আতঙ্ক। কে বা কারা এই ঘটনায় জড়িত তা বুঝে উঠতে পারছেন না কেউ।
বোমা ফাটার ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। এই গোটা বিষয় সম্পর্কে এলাকার বাসিন্দারা বলেন, “এই এলাকায় তেমন ভাবে কোনো দিন বোমাবাজির ঘটনা ঘটেনি। তবে সকালে বোমের আওয়াজে আমাদের ঘুম ভাঙ্গে। কে বা করা এই বোমা মারলো, নাকি এখানে কোথাও তাজা বোমা ছিল তা আমরা জানি না। তবে এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছি। পুলিশ এসেছে। তাদের কাছে আমাদের অনুরোধ যাতে পুলিশ দ্রুত ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে।”
এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে বিজেপির দিকে। গত বিধানসভা নির্বাচনে পর রাজনৈতিক হিংসার ফলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডের অভিযোগ, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অনেক কষ্টে এলাকা ছাড়া করা হয়েছিল। তারাই আবার ফিরে আসছে আর এলাকা দখল করার চেষ্টা করছে। বর্তমানে তারাই এলাকায় ঢুকে আতঙ্ক ছড়ানোর জন্য এই বোমাবাজি করে বলে অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর। গোটা ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।