আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ আগস্ট: ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ইতিমধ্যেই ২ কোটি টাকা করে এক একটি হাসপাতালে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে বৈঠক আয়োজিত হলো শনিবার শ্যামনগর রবীন্দ্র ভবনে।
এদিনের বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ দিবেদী, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ পৌরসভার পৌর প্রধান, উপ পৌর প্রধান, পৌর পারিষদ সদস্য, পৌর পিতা ও পৌর মাতারা।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই তার উদ্দেশ্য। যে কারণে তিনি বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন।