পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়িতে জনসংযোগ কর্মসূচি করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ।
উল্লেখ্য, মাওবাদীদের সময়ে ঝাড়গ্রামে পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন ভারতী ঘোষ। এই ভারতী ঘোষের হাত ধরেই হাজার হাজার মাওবাদীরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছিলেন। বেলপাহাড়ি, সিলদা এবং বাঁশপাহাড়ির মতো এলাকায় রাস্তাঘাটে বেরতেও ভয় পেতেন মানুষজন। চারিদিকে আতঙ্ক শুধু একটাই ছিল, মাওবাদীদের তাণ্ডব। কিন্তু এখন এই সমস্ত এলাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে বসবাস করছেন। মাও অধ্যুষিত এই সমস্ত এলাকায় বিপুল পরিমাণে ল্যান্ড মাইন নিষ্ক্রীয় করেছিলেন প্রাক্তন এই পুলিশ সুপার। নিজেদের এলাকায় বহু বছর ধরে ভারতী ঘোষের আসার অপেক্ষায় ছিলেন গ্রামবাসীরা। বার বার তারা নিজেদের মধ্যে ফিরে পেতে চেয়েছেন ভারতী ঘোষকে। অবশেষে বুধবার বিকেলে সেই বাঁশপাহাড়িতে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন ভারতী ঘোষ। এদিন স্থানীয় একটি হলে আয়োজন করা হয়েছিল একটি জনসংযোগ কর্মসূচির। আর এই কর্মসূচি থেকে সাতটি ক্লাবকে ফুটবল উপহার দিলেন ভারতী ঘোষ। এর পাশাপাশি উপস্থিত সকল মা, বোন এবং ভাইদের চকলেট খাইয়ে মিষ্টি মুখ করান তিনি।
এদিন প্রথমে শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতী ঘোষ। নিজেদের প্রাক্তন পুলিশ সুপারকে কাছে পেয়ে তাঁকে জড়িয়ে ধরেন উপস্থিত মা-বোনেরা। ‘আমরা ভালো নেই’ এমনটাই জানান তারা। ভারতী ঘোষ বলেন, বার বার এই সকল এলাকায় তিনি আসবেন এবং সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শুনে তা তুলে ধরবেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ভালোবাসার টানে তিনি ফিরে এসেছেন এই বাঁশপাহাড়িতে।