আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: ডেবরায় আদিবাসী ধর্ষিতা মহিলার দেহ উদ্ধারে মুখ খুললেন রাজ্য বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, তৃণমূলের দাদাদের কীর্তি এটি। বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, হাতরাসে ধর্ষণের ঘটনায় হেঁটেছিলেন তিনি। অথচ এই রাজ্যে একের পর এক মহিলা নির্যাতনের শিকার হলেও মমতা ব্যানার্জি চুপ।
রবিবার সকালে ডেবরা থানার ইসলামপুর এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহে ক্ষতের চিহ্ন থাকায় ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম মিনা কেঁড়ায়(৪০)। বাড়ি ওই থানা এলাকারই বিরুনিয়া গ্রামে। তার মৃতদেহ উদ্ধার হয় ইসলামপুর এলাকা থেকে। স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যেয় বাড়ি থেকে বেরনোর পর মিনা দেবী আর ফিরে আসেনি। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতা দিনমজুরের কাজ করত বলে জানাগিয়েছে। ঘটনায় কে বা কারা জড়িত তার খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সঠিক তদন্তের দাবিতে ডেবরা – সবং রাজ্য সড়কের গোদাবাজারে অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মিনা দেবীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।