সিইএসসির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে আগামীকাল দলের মুখ ভারতী ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: দলের প্রথম সারির সব নেতাই দিল্লিতে। কিন্তুু কলকাতায় যাতে সিইএসসির বিরুদ্ধে আন্দোলনে খামতি না থাকে তার জন্য ওয়াকিবহাল রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই আগামীকাল দলের সহসভাপতি ভারতী ঘোষের নেতৃত্বে কলকাতায় সিএসসির বিরুদ্ধে আন্দোলনে নামছে রাজ্য বিজেপি। দুপুর দুটোয় কলকাতার তারাতলা অফিসের সামনে বিদ্যুৎ বিল কমানোর দাবিতে আন্দোলনে নামবেন বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, সিইএসসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে সুফল পেয়েছে রাজ্য বিজেপি। প্রথমে যুবমোর্চাকে রাস্তায় নামিয়েছে মুরলিধর সেন লেন। এরপর লকডাউনের সময় থেকে গোটা দলকে সিএসসির বিরুদ্ধে আন্দোলনে নামিয়েছে বিজেপি নেতৃত্ব। আর চলতি মাসে বিদ্যুতের বিল নিয়ে কলকাতার মানুষের ক্ষোভ চরমে। আর এই ইস্যুকে কোনওমতেই হাতছাড়া করতে নারাজ বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, আগামী ২০২১ পর্যন্ত লাগাতার বিদ্যুৎ বিল নিয়ে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
সেইজন্য আগামীকাল ফের এই ইস্যুতে তারাতলায় স্থানীয় ভাবে আন্দোলনে নামছে বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *