আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ জুন : বিজেপির রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাগলা কুকুরের সঙ্গে তুলনা করলেন। পুলিশের কাজের সমালোচনা করে তিনি বলেন, ২১ সালে ক্ষমতায় এলে পুলিশকে দেখে নেবেন। আজ তমলুকে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন তিনি।
গতকালের ভগবানপুরের ঘটনায় আহত বিজেপি নেতা ও কর্মীদের দেখতে তমলুক জেলা হাসপাতালে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেখানে তিনি আহত বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। জেলা হাসপাতাল থেকে বেরিয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাগলা কুকুর হয়ে গেছে। পাগলা কুকুর যেমন যেখানে সেখানে যাকে তাকে কামড়ায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে সেখানে কামড়াচ্ছে। তিনি আরো বলেন, জনরোষে পাগলা কুকুরের যা পরিণতি হয় তৃণমূল কংগ্রেসেরও সেই অবস্থা হবে।
অন্যদিকে পুলিশকে সাবধান করে তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ না করলে আমরা ক্ষমতায় এলে তাদের দেখে নেব। তিনি জানান পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করলে, অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নিলে একুশে ক্ষমতায় এলে পুলিশকে তারা দেখে নেবেন।