পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: রাজ্যের শাসক দলকে ‘রাবণের রাজত্ব’ আখ্যা দিয়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিয়ে সেই রাজত্ব শেষ করার ডাক দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। বৃহস্পতিবার দুপুরে বিজেপির খড়্গপুর উত্তর মণ্ডলের উদ্যোগে শুশুনিয়াতে অর্জুনী অঞ্চলে আয়োজিত এক দলীয় সম্মেলনে যোগ দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি’র মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক তপন ভুঁইঞা, বিজেপি’র খড়্গপুর উত্তর মন্ডলের সভাপতি বুদ্ধদেব পলমল প্রমুখরা।
এইদিন ভারতী ঘোষ বলেন, “সমবেত ভাবে রাবণের খেলা বন্ধ করতে হবে। আপনাদের কাছে সেই অস্ত্র আছে যা দিয়ে রাবণের রাজত্ব শেষ করা যায়। এটা আপনাদের মানসিক শক্তি। ভয়টাকে হাড়ি বন্ধ করে দিন যতদিন না পঞ্চায়েত নির্বাচন শেষ হচ্ছে।” তিনি বলেন, “আপনারা একসাথে সমবেত ভাবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেবেন। এই অঞ্চলে একটাও মনোনয়ন যেন বাদ না হয়৷ আমরা আপনাদের জেতাবো৷”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পাননি, নামের তালিকা তৈরি করে রাখবেন। আমরা আপনাদের কথা দ দিল্লিতে নিয়ে যাবো, কিন্তু যারা দেখতে আসছেন তারা যেন জানতে পারেন কি কি হকের জিনিস আপনারা পাননি।”
তিনি অভিযোগ করেন, কোভিডের সময়ে রেশনের অনেক জিনিস আপনাদের ঘরে পৌঁছায়নি। কিছু জিনিস পৌঁছালেও, অনেক কিছু পৌঁছায়নি। এখন তৃণমূলের নেতারা যদি আপনাদের ঘরে টোকা দিয়ে কথা বলে যায়, বলে তারা দিদির দূত আপনারা কি করবেন? যদি চোর বাড়িতে আসে আপনারা কি করতে হবে তা আপনারা জানেন।