জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ আগস্ট:
রবিবার সকালে সবংয়ে গ্রেপ্তার হওয়া এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি ভারতী ঘোষ। সবংয়ের ১৩নং অঞ্চলের বিজেপি কর্মী অজিত মন্ডলকে সবং থানার পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বলে জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। বিজেপি কর্মীর গ্রেপ্তারের খবর পেয়ে রবিবার অজিত মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
ভারতী ঘোষ সাংবাদিকদের বলেন, শুক্রবার সবংয়ের বিজেপি নেতা অজিত মন্ডল এলাকার সর্বোচ্চ তৃণমূল নেতা মানস ভুঁইঞাকে এলাকার উন্নয়ন হচ্ছে না এবং রাস্তাঘাট ঠিকমতো মেরামত করা হচ্ছে না কেন? এই বিষয়ে প্রশ্ন করেন। এরপরই মানস ভুঁইঞা পুলিশকে চাপ দিয়ে ওই বিজেপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতে বাধ্য করেন বলে ভারতী ঘোষের অভিযোগ। ভারতী দেবী জানান, খবর পাওয়ার পর ওই নেতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকা আশ্বাস দেওয়া হয়েছে।