সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: জেলার গ্রামীণ এলাকার উন্নয়নে আগামী দু’বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করবে ভারতীয় রাজপুতানা সেবা সংগঠন। রবিবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া জেলা পরিষদ সভাকক্ষে একটি সম্মেলন করা হয়।
এখানে সংগঠনের রাজ্য সহ সভাপতি রাকেশ কুমার সিং বলেন, গত তিন বছরে উন্নত ধরনের পশুপালন নিয়ে নিরন্তর প্রচার চালিয়েছেন তাঁরা। এছাড়াও কৃষকদের দেওয়া হয়েছে আধুনিক কৃষি নিয়ে প্রশিক্ষণ। এবার আগামী দু’বছরের লক্ষ্য স্থির করা হয়েছে এই সভায়। নিজেদের সংগঠনের পক্ষে আগামী দু’বছর গ্রামে গ্রামে স্বচ্ছ জল নিয়ে কাজ করা হবে। বৃষ্টি এবছর অনেক কম হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প চাষ নিয়েও তারা প্রচার চালাবেন। পুরুলিয়ার অরণ্য সংকুল এলাকাগুলিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষ বৃদ্ধি করারও উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও পুকুরের পাড়ে গ্রামীণ মহিলাদের জন্য মোডিউলার শৌচাগার গড়ে তোলার কথা বলেন তিনি।
ভারতীয় রাজপুতানা সেবা সংগঠন জেলায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে এই কথা জানিয়ে সম্মেলনে উপস্থিত সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “নিস্বার্থভাবে এই সংগঠনের সদস্যরা সব শ্রেণির মানুষের জন্য কাজ করছেন। এই উদ্যোগের পাশে তাঁরাও রয়েছেন। সবার প্রচেষ্টাতেই সার্বিক উন্নয়ন সম্ভব।”
সম্মেলনে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, সুনীতা সিং মল্ল সহ বিশিষ্ট জনেরা।