উত্তর দিনাজপুরে কৃষকদের থেকে মুষ্টিভিক্ষা সংগ্রহ করছে ভারতীয় জনতা কিষান মোর্চা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ জানুয়ারি: বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে এসে কিষান সুরক্ষা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর এবার উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্মসূচি শুরু করল বিজেপি কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষান মোর্চা।

আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ কিষান মোর্চার তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের সুফল সম্পর্কে অবগতি করান।একই সঙ্গে কৃষকদের এই আন্দোলনে পাশে রাখতে বাড়ি বাড়ি থেকে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করেন। কেন্দ্রীয় সরকারের পুস্তিকাও তাদের হাতে তুলে দেওয়া কিষান মোর্চার সদস্যরা।

হেমতাবাদ কিষান মোর্চার নেতা দেবব্রত সাহা জানান, কেন্দ্রীয় কৃষি আইনের সুফল সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের বোঝানো হচ্ছে। কৃষকদের হাতে একটি প্রচারপত্র তুলে দেওয়া হচ্ছে । কৃষকদের বাড়ি থেকে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করা হচ্ছে। কিষান মোর্চার যে সমস্ত সদস্য এই আন্দোলনে সামিল হয়েছেন এই মুষ্টিভিক্ষা রান্না করে দুপুরে ভোজন করবেন বলে দেবব্রতবাবু জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *