সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ ডিসেম্বর: সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ড রাজ্যোর প্রধান ভাষা হিসাবে স্বীকৃতির দাবি জানিয়েছে ভারত জাকাত মাঝি পারগাণা মহল। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলনে এই দাবি জানানো হয়। আজ বাঁকুড়া শহরের কলেজ মোড়ে একটি বেসরকারি স্কুলে আয়োজিত সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত দিশম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রমের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন দিশম পারগানা বাবা রবীন টুডু, দিশম গোডেৎ বাবা ডাঃ মঙ্গল সরেন, পঃবঃ পনত পারগানা বিজয় চন্দ্র সরেন, পনত গোডেৎ রবিনাথ মান্ডি, পনত পারাণিক তারাপদ মুর্মু সহ বিভীন্ন জেলার পারগানা বাবারা।
রবীন টুডু বলেন, এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝাড়খন্ড রাজ্যের সদ্য পুনর্নিবাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে আদিবাসীদের উন্নয়ন বিষয়ক আলোচনা, সাঁওতালীকে ঝাড়খন্ড রাজ্যের প্রধান ভাষা হিসাবে মর্যাদা দেওয়া, অলচিকি লিপি ও সাঁওতালী মাধ্যমে শিক্ষা শুরু করার দাবি, ২০২৫ সালে অলচিকি হরফের ১০০ বছরে পদার্পণের শতবর্ষ অনুষ্ঠান কলকাতায় পালন করা এবং আদিবাসী ধরম কোড বিষয়ে যথাযথ স্থানে পুনরায় দাবি সনদ পেশ করা। পাশাপাশি পশ্চিমবঙ্গের আদিবাসীদের কিছু সমস্যার কথাও এদিন আলোচনায় উঠে আসে। সংগঠন যথাযথ পদক্ষেপ করবেন বলে সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।