আমাদের ভারত, ২৮ মে: আগুনে সম্পূর্ণ ভস্মীভূত
ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত ডালখোলা প্রণবানন্দ বিদ্যামন্দির। এই ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরা। বিশিষ্ট সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য তৃণমূল নেত্রীর ভাষণকে দায়ী করেছেন।
সন্ময় বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, “মিলছে হিসেব? ঘুমোন বাঙালি, ঘুমোন। উত্তর দিনাজপুরে দেবীনগর, রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের ডালখোলা স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরটি এমনি এমনি পুড়ে গেল?সবে শুরু। দেখতে থাকুন নির্বাচন শেষ হলে কী কী হয়। আপনারা ঘুমোন, বাঙালি ঘুমোন। ঘুম থেকে উঠে দিদি নম্বর ওয়ান দেখে নিয়ে আবার লম্বা ঘুম ঘুমোন। জ্বলুক ভারত সেবাশ্রম সংঘের স্কুল। আক্রান্ত হোক জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। আর অন্যদিকে সংবাদমাধ্যম খবর চাপুক।”
তাঁর আরও দাবি , “এই সাংবাদিকতাই মমতার শক্তি বাড়িয়েছে। যেভাবে রাজ্যের প্রায় সব দফতরে চুরি, লুঠ দেখেও বছরের পর বছর চুপ থেকেছে বাংলা সংবাদ মাধ্যম, আজ ঠিক এক ঢঙে এই নোংরামির পরও তারা চুপ। আর এটাই চেয়েছেন মমতা। সেটাই ফিরিয়ে দিচ্ছে বাংলা মিডিয়া। অস্বীকার করবেন?” প্রশ্ন তুলেছেন তিনি।
সন্ময়বাবুর এই পোস্টটি করার চার ঘন্টার মধ্যে ৫৩ জন মন্তব্য করেছেন। তাতে তাঁদের মূল বক্তব্য, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বৃহত্তর বাংলাদেশের দিকে এগোচ্ছে। কেউ লিখেছেন ‘হোক প্রতিবাদ’, কেউ আবার লিখেছেন, “রাজ্য সরকার সরাসরি হিন্দু বিরোধীতায় নেমে পরেছে। এতদিন অগোচরে হিন্দু ধর্মের বিরোধীতা করত”।
এদিকে আগুনে গোটা পুড়ে যাওয়ার পর ভারত সেবাশ্রম সংঘ ও প্রণবানন্দ বিদ্যা মন্দির পরিবার উত্তর দিনাজপুর শাখার তরফে জানানো হয়েছে, ডালখোলা প্রণবানন্দ বিদ্যামন্দির রবিবার আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ফলে এই স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও সঙ্কটে পড়েছেন। ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই মুহূর্তে স্কুলটি বড়সড় আর্থিক সঙ্কট ও স্কুল চালানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সঙ্কট দেখা দিয়েছে। স্কুলের পুরো শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য তারা আর্থিক সাহায্য চেয়েছেন সাধারণ মানুষের কাছে। অনলাইনের মাধ্যমেও সাহায্য তারা নেবেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে তারা একটি অ্যাকাউন্ট নম্বার দিয়েছেন। অ্যাকাউন্ট নম্বর-
3717101005993
Ifsc code CNRB0003717
ফোন নম্বর: ৯৪৩২৩৪২৯০০/৬২৯৭৯৭৭৪৯৭/ ৭৪০৭৭০৭৪৯২।”
It is required to arrest Mamata Banerjee for provocation of secularism.Arrest along with total ministry of Mamata.She has to be hung.356 rule need to implement from 03.06.2024