Pranav Rath Yatra, Manmathpur, মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণব রথযাত্রা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম শুভ আবির্ভাব তিথি ও মাঘি পূর্ণিমা উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব।

ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে রবিবার এই বিশেষ রথযাত্রা এবছর নবম বর্ষে পদার্পণ করেছে। রথযাত্রা ছিল বেশ দৃষ্টিনন্দন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ৮টি দেব-দেবীর জীবন্ত প্রতিরূপ, ২১টি হরিনামের দল, ২১টি মহিলা ঢাকি, ৫০টি ব্রতচারী স্কুল ছাত্র ছাত্রী ও ৩১জন আদিবাসী মায়েদের নৃত্য, ব্যান্ড সহ অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই প্রণব রথের মহারথী হিসাবে রাখা হয় আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ও সারথী স্বয়ং ভগবান শিবের মূর্তি।

স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৯ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ১২৯টি ধূনোচি, ১২৯ শঙ্খ ধ্বনি ও ১২৯টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সঙ্ঘ সন্ন্যাসী ও গুণীজনের নেতৃত্বে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে রবিবার সন্ধ্যায় প্রণব রথের যাত্রা শুরু হয়। তারপর ধীরে ধীরে বাঁশতলা কালনাগিনী নদীঘাট, মা মনসা মন্দির,‌ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, বিজননগর শিতলা, বিশালাক্ষ্মী মন্দির হয়ে নানা ট্যাবলো দিয়ে সুসজ্জিত রথ গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে।

শান্তি ও কল্যাণের সংকল্পে এই রথ পরিক্রমায় স্থানীয় প্রশাসন সহ পথের দুইধারে শতশত উৎসাহিত মানুষের সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *