Bharat Sevashram Sangh আনন্দপুরে পুড়ে যাওয়া বস্তিবাসীদের পাশে সাহায্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: আনন্দপুরে অগ্নিদগ্ধ বস্তিবাসীদের জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের উদ্যোগে বুধবার ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হল নানা সামগ্রী।

রবিবার আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কলকাতার ই এম বাইপাস সংলগ্ন ৫০টি’র বেশি ঝুপড়ি ঘর ও দোকান। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এবার তাদের কম্বল, চাদর, কাপড়, থালা, বাসন, হাঁড়ি, শুকনো খাবার ও নগদ টাকা দেওয়া হয়। ত্রাণ সামগ্রী তুলে দেন সংঘের সন্ন্যাসী স্বামী আত্মজ্ঞানন্দ, স্বামী সত্যমিত্রানন্দ, স্বামী ভেঙ্কোটাসানন্দ, স্বামী মহাদেবানন্দ এবং দক্ষিণ কলকাতার সাংসদ ও কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।

মালা রায় বলেন, বস্তিবাসীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এর পাশাপাশি পুরসভার উদ্যোগে দ্রুত তাদের নতুন বাড়ি বানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *