সমাজের ব্রাত্যজনদের ত্রাণ পৌঁছে দিল পুরুলিয়ার ভারত সেবাশ্রম

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৮ মে: সমাজের ব্রাত্যজনদের ত্রাণ পৌঁছে দিল পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘ। শুক্রবার, ডাবর বলরামপুর নব কুষ্ঠাশ্রমে চাল, আলু, সোয়াবিন, চিঁড়ে, গুড়, সাবান ইত্যাদি পৌঁছে দিল ভারত সেবাশ্রম সংঘ। ত্রাণ পেয়ে কেউ কেউ আপ্লুত হয়ে পড়লেন। কারও চোখ চিক চিক করে উঠল। চোখ বেয়ে আসে জল। 
    
পুরুলিয়া শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ডাবর-বলরামপুর গ্রামের এক প্রান্তে কংসাবতী নদীর পাড়ে বসবাস করেন এঁরা। রোগে আক্রান্ত হয়ে সমাজে এই ‘ব্রাত্যজনরা’ থাকেন নব কুষ্ঠ নিবাস নামে সরকারি কলোনীতে। ১৬ জন মহিলা সহ মোট ৩১ জন আবাসিক রয়েছেন এখানে। অধিকাংশেরই রোগাক্রান্ত হয়ে পা ও হাত অচল হয়ে পড়েছে। সেই সমাজের কোনও মানুষজন তাঁদের কাছে এলেই আপন করে আবেগ ধরে রাখতে পারেন না এই আবাসিকরা। এদিন সেই দৃশ্য চাক্ষুষ করলেন সুশান্ত মহারাজ ও তাঁর সঙ্গে থাকা আশ্রমিক এবং শুভানুধ্যায়ীরা।

অসময়ে সরকারি উদ্যোগের সঙ্গে সমান্তরালভাবে অসহায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করছে পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘ। জেলার বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে  তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *