Bhairav Bahini, ভারতের সীমান্ত সুরক্ষায় আসছে ভৈরব বাহিনী, রুদ্রের অন্তর্গত এই ব্যাটালিয়ানের জন্য কপালে ভাঁজ পড়েছে চিন- পাকিস্তানের

আমাদের ভারত, ৩ অক্টোবর: ভারতীয় সেনাবাহিনীতে এবার তৈরি হতে চলেছে নতুন ব্যাটালিয়ান। ২৭ জুলাই কার্গিল বিজয় দিবসে এই বিশেষ বাহিনী গঠনের কথা সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ঘোষণা করেন। দেশের উত্তর ও পশ্চিম সীমান্তের দ্রুত উচ্চ প্রভাবশালী কৌশলগত অভিযানের জন্য ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ান তৈরি হচ্ছে। এটি সাধারণ পদাতিক সেনাও এলিট প্যারা-এস এফ এর মধ্যে ফাঁক পূরণ করবে।

এই কমান্ডো ইউনিটগুলি সেনার নতুন ক্ষুদ্র অল আর্মস ব্রিগেডের অংশ। এদের মূল কাজ হবে দ্রুত শত্রুর ঘাঁটিতে হানা দেওয়া ও শত্রুর রসদ ও অ্যামিনেশন নষ্ট করা। এছাড়া শত্রুপক্ষের সামনের দিকে থাকা আক্রমণের একাধিক যন্ত্রপাতি ধ্বংস করা। প্রতিটি ভৈরব ব্যাটেলিয়ানে জওয়ান সংখ্যা হবে ৬০০ থেকে ৬৫০। এরপর এই ব্যাটেলিয়ানকে চারটি দলে ভাগ করা হবে। তাহলে একটি দলে ১৪০ থেকে ১৫০ জনের মত সেনা থাকবে। সাধারণ ব্যাটালিয়ন এর চেয়ে অনেকটা ছোট। ছোট ব্যাটালিয়ান হাওয়ায় যুদ্ধক্ষেত্রে দ্রুত কৌশল নেওয়া সহজ হবে।

প্রথম ধাপে পাঁচটি ভৈরব ব্যাটেলিয়ান গঠিত হয়েছে বলে জানা যাচ্ছে। লেহ, শ্রীনগর, নাগরাট, সহ নর্দান কমান্ডে প্রাথমিকভাবে এদের মোতায়েন করা হচ্ছে। প্রত্যেক জওয়ানকে নেওয়া হচ্ছে এলিট ঘাতক প্লাটুন থেকে। আধুনিক রেঞ্জের সুইসাইড ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম থাকবে এদের কাছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার বলেছেন, ভৈরব ইউনিটগুলো তৈরি করা হয়েছে স্ট্র্যাটিজিক্যাল আক্রমণ করার জন্য। এরপরে প্যারা এস এফ কে আরো কঠিন কোনো মিশনে ব্যবহার করা যাবে। এই ইউনিটগুলো দুই থেকে তিন মাসের কঠোর প্রশিক্ষণের পর একমাস প্যারা এস এফ এর সঙ্গে কাজ করবে। দ্রুত প্রযুক্তি এবং চরম দক্ষতার মিশ্রণে তৈরি হতে চলেছে এই নতুন ব্যাটালিয়ান। আগামী কয়েক বছরের মধ্যে ২৫টির বেশি ব্যাটালিয়ান নিয়ে তৈরি হওয়া ভৈরব বাহিনী হবে ভারতের সীমান্তের সুরক্ষার নতুন মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *