আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: “পুলিশ ≥ তৃণমূল ক্যাডার”। অর্থাৎ পুলিশ তৃণমূল ক্যাডারের সমান, বা তার চেয়েও বেশি। গাণিতিক চিহ্ণ দিয়ে সেটা লিখে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গে পুলিশ না থাকলে এই তৃণমূল দলটারই কোনো অস্তিত্ব থাকবে না, এটা আমি আগেও বলেছি। এই ভিডিওটা আবারো প্রমাণ সাপেক্ষে দিলাম।
এসিপি শান্তনু সিনহা বিশ্বাস ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে, মদন পাল লেনের স্বরাজ সংঘ ক্লাবে এসে পাড়ার মহিলাদের শাড়ি বিতরণ করছেন, সেই সাথে বলছেন ‘দিদি দিয়েছে’। এসিপি পদাধিকারী একজন পুলিশ অফিসার কি এটা করতে পারেন?
সাধে কি আর আমি পুলিশকে মমতা পুলিশ বলি! কারণ এরাজ্যে পুলিশ অনেক আগে থেকেই তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, এখন তো অবস্থা এই যে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় এই সব পুলিশ কর্তার দলীয় নেতাদের চেয়ে বেশি, কারণ সরকার বদল হলে এদের অপকর্মের ফল এদেরকে ভোগ করতেই হবে।
তবে ভবানীপুরের মানুষ বুঝতে পারছেন এটা সামাজ সেবা নয়, ভোটের প্রস্তুতি চলছে। কিন্তু যতই বাঁটো তোলাবাজির টাকায় কেনা কাপড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতেই হবে ভবানীপুরে।”

