পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বিদ্যাসাগর দ্বিশততমবর্ষ উদযাপন কমিটি সম্প্রীতি দিবস পালন করল রবিবার। কেশিয়াড়ির খাজরাতে দিনটি পালন করা হয়েছে।
এদিন খাজরা হাসপাতালের সামনে পথচলতি ও বাজারে আসা মানুষের হাতে সম্প্রীতির রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টি মুখও করানো হয়। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার আদেশ দেয়। দিনটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করে, রাখি পরিয়ে বঙ্গভঙ্গের বিরোধীতা করেন। ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাজধানী কলকাতায় হরতাল হয়। জনসাধারণ অরন্ধন পালন করে। বাঙালির ঐক্য বজায় রাখার জন্য হয়েছিল রাখিবন্ধন উৎসব। সেই দিনটি স্মরণে সম্প্রীতি দিবস পালন করল কেশিয়াড়ীর বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি।


