আমাদের ভারত, ২ ডিসেম্বর: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক শপিং মল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ই- মেইল এসেছে বেঙ্গালুরু পুলিশের কাছে। হুমকির ই- মেইল ঘিরে পুলিশ বিশেষ তৎপরতা শুরু করে শহর জুড়ে।
জৈশ- ই- মহম্মদ জঙ্গি গোষ্ঠীর নামে ই- মেইল পাঠানো হয়েছে। যে ব্যক্তির নামে ই- মেইল পাঠানো হয়েছে তার নাম মোহিত কুমার। ই- মেইলে বলা হয়েছে, ক্যাম্পে গৌড়া বিমানবন্দর, আরিয়ান মল, লুলু মল, ফোরাম সাউথ মল, মন্ত্রী স্কোয়ার মল সহ বেশ কয়েকটি জায়গা সন্ধে সাতটার মধ্যে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ই- মেইলে এই হুমকির বার্তা পাঠানো হয়েছে পুলিশ কমিশনের দপ্তরে। এই ঘটনার পর থেকেই ক্যাম্পে গৌড়া বিমানবন্দর সহ ই- মেইলে উল্লেখিত জায়গাগুলিতে বিশেষ তৎপরতার সঙ্গে অভিযান চালানো হয়।
দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি রয়েছে। বিশেষ করে কয়েকটি রাজ্য এবং শহরকে কোর জোন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যেই বেঙ্গালুরু বিমানবন্দরে বোমার হুমকি আসায় হৈচৈ পড়ে যায়।
তবে এটা প্রথম নয়, এর আগে চলতি বছরের জুন মাসেও শহরের বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। কয়েকটি নামী স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ই- মেইল পাঠানো হয়েছিল। এই ঘটনায় রেনে জসিলদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বেঙ্গালুরু পুলিশ। জানা গিয়েছিল সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে এবার যে মোহিত কুমারের নামে বেঙ্গালুরু পুলিশের কাছে বোমা মারার হুমকির ই- মেইল পাঠিয়েছে সে ব্যক্তি আসলে কে তার খোঁজ শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

